চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাজারজাতকরণ এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা অনিয়মের বিরুদ্ধে র্যাব-৯ এর সহযোগিতায় চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত ১০ টন পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল র্যাব ৯ এবং বিজিবি’র পৃথক দুটি দল।
জানা যায়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাজারজাতকরণের অপরাধে চুনারুঘাট পৌরসভার বাল্লরোডস্থ একজন ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। এসময় তার হেফাজতে থাকা প্রায় ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
একইদিনে উপজেলার দুধপাতিল মাজার সংলগ্ন মুড়িছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com