নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নবীগঞ্জের প্রান্তিক অঞ্চলে শেখ হাসিনার বিদ্যুত সেবা পৌঁছে দেয়া হয়েছে। নবীগঞ্জের একটি পরিবারও বিদ্যুত সেবা থেকে বঞ্চিত হবে না। শীঘ্রই নবীগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ বিদ্যুতায়ন হিসেবে ঘোষণা করা হবে। শুধু বিদ্যুত নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিদ্যুতের আলোয় আলোকিত হবে পুরো নবীগঞ্জ। সোমবার বিকেলে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম নদীর পাড়ে অবস্থিত প্রায় ২৬টি পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা রহমত আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুহেল আহমেদের সঞ্চালনায় বিদ্যুত সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাদ্দিক মিয়া, আবু মিয়া, যুবলীগ নেতা অয়তুন মিয়, দুলা মিয়া, শাহিন মিয়া, সেলিম মিয়া, আঃসালাম, আজাদ মিয়া, কয়ের মিয়া প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com