স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পিটুয়ারকান্দি থেকে তাজমিন আক্তার সুরভী (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কেউ বলছেন প্রেমের কারণে, কেউ বলছেন অভিমানে আত্মহত্যা করেছে। গত রবিবার বিকেলে আজমিরীগঞ্জ থানার এসআই এমরান হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল সোমবার সকালে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তাজমিন আক্তার সুরভী ওই গ্রামের এলাছ মিয়ার কন্যা ও বদলপুর স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। গত রবিবার দুপুরে ঘরের তীরের সাথে সুরভীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ওসি মোশারফ হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com