নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম রাইয়াপুর গ্রামের ত্রাস সমছু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি ও দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে। মারপিটের একটি মামলার পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
সূত্রে জানা যায়, কুর্শি ইউনিয়নের পশ্চিম রাইয়াপুর গ্রামের ভূমিহীন পাড়ার মৃত মবু মিয়ার পুত্র সমছু মিয়া (৪৫) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার অপকর্মের প্রতিবাদ করলেই মানুষের উপর চালায় নির্যাতন। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে সাবেক এক সংসদ সদস্যের পরিবার থেকেও মামলা করা হয়েছিল।
সম্প্রতি ওই এলাকার মান উল্লার পুত্র রাহিম মিয়াকে রাস্তায় একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় সমছু ও তার লোকজন। তাদের আঘাতে রাহিমের গাল ও চোঁখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। এ ঘটনায় রাহিমের পিতা নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, সমছু মিয়া দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত। এলাকার সামাজিক কোন বিচার পঞ্চায়েত মানে না। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলেই চালায় নির্যাতন। ওই মামলার পর সে পালিয়ে যায়। পরে বিজ্ঞ আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে গত রোববার ভোর রাতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের মকবুল ও জাকির হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তার গ্রেফতারের খবরে এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই সামছুল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com