র্যাব কর্মকর্তা বললেন- আটক মাদক ব্যবসায়ীরা শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপ যোগে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৩৫ লাখ ৬০ হাজার টাকার গাঁজা ও ৩টি প্রাইভেটকার সহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপ যোগে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরো জানা যায় যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র মাধবপুর এলাকা থেকে সিলভার রংয়ের টয়োটা ঢাকা মেট্রো-গ-১৭-৪৩৯৭ প্রাইভেটকার এবং সিলভার রংয়ের টয়োটা ঢাকা মেট্রো-গ-২৯-৬৫৩২ প্রাইভেটকার যোগে মাদকদ্রব্যের ২টি বড় চালান ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে ওই দুটি প্রাইভেটকারের একটি তল্লাশী চৌকির নিকট আসলে থামিয়ে সুজন (২০), পিতা-আঃ জাহের মিয়া, সাং-কমলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ ও নুর মোহাম্মদ (৩৮), পিতা-আব্দুল হালিম মাতবর, সাং-মোস্তফাপুর, থানা ও জেলা-মাদারীপুরকে আটক করা হয়। আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আবার গাড়ি তল্লাশী করতে থাকলে সন্ধ্যারাতে ঢাকা মেট্রো-গ-২৯-৬৫৩২ প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশী করে সেলামতুল্লাহ (৩৬), পিতা-আলী আকবর, সাং-বিনাইর চর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, রুপচাঁন (৩৮), পিতা-গৌরাঙ্গ চন্দ্র দাস, সাং-সাওঘাট, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে আটক করা হয়। আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুটি গাড়ি থেকে মোট উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১৭ কেজি। উদ্ধারকৃত গাঁজার মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা বলে জানায় র্যাব।
র্যাব আরো জানায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপ যোগে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে র্যাব জানতে পারে মাদক ব্যবসায়ী চক্র শায়েস্তাগঞ্জ থেকে নীল-হলুদ রংয়ের টাটা ঢাকা মেট্রো-ন-১৫-৫৪৭৯ পিকআপ যোগে মাদকদ্রব্যের একটি বড় চালান ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে আনুমানিক পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে থামিয়ে ওবায়দুল হক (২৫), পিতা-হোসেন আলী ফকির, সাং-ভোরের চর, (জাফর মন্ডোলেরপাড়া) থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ ও নান্নু মিয়া (২৬) পিতা-ফুল মিয়া, সাং-জিকুয়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’সহ পিকআপটি আটক করা হয়। আটককৃত পিকআপটি তল্লাশী করে ২৫ কেজি গাঁজা, ১টি পিকআপ ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় র্যাব।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দৈনিক হবিগঞ্জের মুখকে এসব তথ্য নিশ্চিত করেন।