ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে রবিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল ৯টায় আলোচনা সভা এবং রোগীদের সমন্বয়ে প্রশ্নোত্তর পর্ব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল বারী আউয়াল। আলোচনায় অংশ নেন সমিতির কোষাধ্যক্ষ ফণী ভূষণ দাস, সমিতির সদস্য আশরাফ আলী খান, হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওয়াহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার সুদীপ রায় প্রমূখ। সভা পরিচালনা করেন হাসপাতালের ক্যাশিয়ার শেখ মোঃ আমিনুদ্দীন আমান। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ শাহ আলম চৌধুরী। অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয়, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা হতে বেলা ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। এখানে কিডনী ডায়ালাইসিস, অত্যাধুনিক যন্ত্রপাতি ও শীতাতপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার রয়েছে। সুলভ মূল্যে মনোরম পরিবেশে সব ধরনের সিজার ও নরমাল ডেলিভারী করা হয়। ডিজিটাল এক্স-রে এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যন্ত সূলভ মূল্যে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com