স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের কৃষক বাহাদুর হত্যা মামলা রুজু হলেও অদ্যাবদি কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উপরোন্তু আসামিরা প্রকাশ্যে উক্ত মামলার বাদী আইনজীবী সহকারি জামালকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, রাজাপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র বাহাদুরকে প্রতিপক্ষের লোকজন হত্যা করে। এ ঘটনায় নিহত বাহাদুরের বড় ভাই আইনজীবী সহকারি জামাল বাদী হয়ে একই গ্রামের দুলা মিয়ার পুত্র জিলু মিয়া, তার ভাই মিলন মিয়া, বাছির মিয়া, হেফজু মিয়া, নাজমুল মিয়া, আব্দুল হক, দুলা মিয়া ও আব্দুর রউফসহ ৮ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-জিআর ৭২/২০। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গণ্যে রুজু করার জন্য মাধবপুর থানায় প্রেরণ করেন। মামলাটি রুজু হওয়ার পর প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। বাদি অভিযোগ করেন আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং তাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। অচিরেই আসামি ধরা পড়বে।