স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। সদস্য সচিব ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরানের পরিচালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন,ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুত্যাকিম বিশ্বাস, কাজল চ্যাটার্জি, ডাঃ প্লুটো চক্রবর্তী,কিশোর মিত্র, শাহাদাত হোসেন, অরুনা আচার্য্য প্রমুখ।
সভায় করোনা দুর্যোগে নিরলসভাবে দায়িত্ব পালন করায় হাসপাতালে কর্মরত সকল ডাক্তার নার্সসহ সবাইকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সবাইকে আরো আন্তরিকতার সহিত রোগী দেখার জন্য আহবান জানান সভাপতি এমপি মজিদ খান। এছাড়া স্থানীয়ভাবে হাসপাতালের জন্য ল্যাব টেকনিশিয়ান নিয়োগ ও ওয়ার্ডে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com