নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক করোনামুক্ত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি গত ১৬ জুলাই থেকে জ্বরে ভুগছিলেন। পরে করোনা টেস্টে রিপোর্ট পজেটিভ আসে। এরপর তিনি সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নেন। এরপর বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেন। ২১ দিন হোম কোয়ারেন্টিন শেষ হওয়ার পর এবার করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি করোনা মুক্ত ছাড়পত্র পেয়েছেন। চেয়ারম্যান আবু সিদ্দিক বলেন, তার সুস্থতার জন্য মহান আল্লাহতায়ালার প্রতি শোকরিয়া প্রকাশ করছেন। পরিবারসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ইউনিয়নবাসী, আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলাবাসীসহ দেশ বিদেশে অবস্থানরত বন্ধু-বান্ধব আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা, দোয়া ও ভালবাসায় আমি করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছি। তিনি সকল শ্রেণী পেশার মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক এই মহামারি করোনা ভাইরাসকে উপেক্ষা করে মানুষের পাশে থেকে সরকারের দেয়া ত্রাণ ও প্রণোদনা বিতরণে কাজ করেছেন। পাশাপাশি প্রশাসনের সাথে থেকে পেশাগত দায়িত্ব পালনে ও ছিলেন সবার অগ্রভাগে। দীর্ঘ ২১ দিন তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন।