নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন কলি বেগম (১৯), ডলি বেগম (২৮), মাসুক মিয়া (৫০) ও মাসুক মিয়ার পুত্র রাজু মিয়া (১৬)।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুক মিয়া ও আব্দুল আহাদের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে আব্দুল আহাদ ও তার ছেলে লায়েক মিয়া, রাহেল মিয়া এবং আব্দুল আহাদের চাচাতো ভাই মুকিত মিয়া গত রবিবার গাছ কাটতে যায় মাসুক মিয়ার বাড়িতে। মাসুক মিয়া ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর আব্দুল আহাদ ও তার পুত্ররা হামলা চালায়। হামলাকারীরা গাছ কাটাসহ বাড়ি ভাঙচুর করে এবং স্বর্ণ, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
হামলায় গুরুতর আহত অবস্থায় মাসুক মিয়া (৫০) ও তার পুত্র রাজু মিয়াকে (১৬) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com