প্রেমের করুণ পরিণতি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকায় গলায় ফাঁস দেয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকাস্থ কিশোরীর নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সূত্র জানায়, ওই এলাকার মঙ্গল দাশের মেয়ে লিপি রাণী দাশকে (১৩) ঘরে রেখে তার মা বাহিরে যান। বাসায় ফিরে তিনি দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পান লিপি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে দরজা ভেঙে লিপির মরদেহ উদ্ধার করা হয়।
লিপির মা জানান, প্রায় এক বছর আগে আজমিরীগঞ্জ উপজেলার রনজিত নামের এক ছেলের সাথে সিলেটে একটি হাসপাতালে দেখা হয় লিপির। সেখান থেকে দুই জনের পরিচয়। পরিচয়ের সূত্র ধরে দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিষয়টি আমরা জানতে পেরে নিষেধ করার পর তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যায়। তাদের মাঝে কোন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এজন্য গতকাল থেকে আমার মেয়ে বলতেছিল কিছু ভালো লাগছে না।
ওই এলাকার বাসিন্দারা জানান, কিছুদিন আগে এক ছেলেকে শ্যামলী এলাকায় ওই মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com