রোটারি ক্লাব অব হবিগঞ্জের স্পন্সরিং ক্লাব ইন্টার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে অসচ্ছল ব্যক্তি রামানন্দ্র ফালানকে বিনামূল্যে নৌকা বিতরণ করা হয়েছে। নৌকা দিয়ে অসচ্ছল ব্যক্তিটি মানুষ পারাপার করে তার জীবিকা নির্বাহ করবেন। সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ এসোসিয়েশন অব টরেন্টো কানাডা। ইন্টার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের সভাপতি সারোয়ার হাসান নাহিদের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুনীল সরকার, ইন্টার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উপদেষ্টা কমিটি চেয়ারম্যান রোটারিয়ান দিবাকর পাল পি.এইচ.এফ, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের ভাইস প্রসিডেন্ট রনি ঘোষ, রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট ফাতেমা ইয়াসমিন মিশু, সাবেক মেম্বার হাজী রজব আলী, এলাকার বিশিষ্ট মুরুব্বী আব্দুল মন্নাফ, জাহাঙ্গীর আলম, শামিম মিয়া, পলাশ, সৈকত এবং মশিউরসহ আরো অনেক। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com