স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ৩৫ লিটার চোলাই মদ সহ উর্মী রবিদাস (১৮) নামে এক যুবতীকে আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড করেছেন।
সূত্র জানায়, ৬ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন ৪নং কাকাইলছেও ইউনিয়নের সাহানগর মুচি বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদ সহ আবু রবি দাসের মেয়ে উর্মী রবিদাসকে আটক করেন।
আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক উর্মী রবিদাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ মাসের কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড করেন। সেই সাথে চোলাই মদ কাকাইলছেও বাজারে জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ সময় মতিউর রহমান খাঁন বলেন- মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদলতকে সহায়তা করে আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com