স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার এসআই রাজিব চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই বিধান ও এসআই ইমাম হোসেনসহ একদল পুলিশ। এ সময় ৪০ পিস ইয়াবাসহ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ফরিদপুর গ্রামের ডাক্তার নাজির হোসেনের ছেলে মনির হোসেনকে আটক করা হয়।
অপরদিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পুরানবাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. নুর আলী ফকির।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন বলেন, সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com