নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। লাঞ্ছিত দুই শিক্ষক হলেন, দীঘলবাক ইউনিয়নের মতিউর রহমান চৌধুরীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাব উদ্দিন ও সহকারী শিক্ষক মামুনুর রশীদ। ১৬ জুলাই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় ৩ জনের নামে জিডি করা হয়েছে। তারা হলেন, একই এলাকার স্বস্থিপুর গ্রামের মছব্বির মিয়ার পুত্র আব্দুল মতিন, একই গ্রামের মছদ্দর মিয়ার পুত্র শামীম আহমেদ এবং সোলার পার গ্রামের আমীর উদ্দিনের পুত্র আরমান উল্লা। এ তিনজন সম্প্রতি এমপিওভুক্ত ওই প্রতিষ্টান থেকে ১৫ জুলাই অব্যাহতি নেয়া সাবেক প্রধান শিকের অনুগত বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে উল্লেখিত দুই শিক্ষক রিক্সাযোগে ফিরছিলেন। পথিমধ্যে ওই তিনজন রিক্সার গতিরোধ করে দুই শিক্ষককে লাঞ্ছিত করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। আলোচিত ওই ঘটনা উপজেলা নির্বাহি অফিসারকে অবহিত করা হয়। এরই প্রেেিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী (মুফতি) নবীগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ সাধারন ডায়েরী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com