স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেছেন, আপনাদের সম্মান রাখতে, চিরদিন জনগণের কল্যাণে কাজ করে যাব। কারণ এটাই আমার দায়িত্ব। তিনি বলেন, বিভাগে শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গৌরব আমার সদর উপজেলাবাসীর। তাদের মূল্যবান ভোটে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি। আমি আপনাদের সেবক।
সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়া গতকাল রিচি সমাজ কল্যাণ যুব সংঘ, রিচি ঈশানকোনা সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থা, সিএনজি মালিক সমিতি, উমেদনগর যুবসমাজের পক্ষ থেকে ক্রেস্ট ও সংবর্ধনা প্রদানকালে তিনি এইসব কথা বলেন। উল্লেখ্য, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ইতিপূর্বে মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিগত ১ বছর বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com