স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উভয় লিঙ্গের শারীরিক প্রতিবন্ধী দুই সহোদরকে একটি বাচ্ছাসহ গাভী উপহার দিল জেলা পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ তার কার্যালয়ে এ দুই সহোদরকে গাভীটি তুলে দেন। সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সৈব উল্লাহর দুই সন্তানই উভয় লিঙ্গের। পাশাপাশি তার শারীরিক প্রতিবন্ধিও। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসলে শনিবার তিনি তাদের মাঝে এ উপহার তুলে দেন। দুই সহোদর জানায়, গত ২ রমজানে তাদের বাবা মারা যায়। এরপর থেকে তারা অনাহার দিন কাটাচ্ছিল। বাচ্ছাসহ গাভী পেয়ে তারা অনেক খুশি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com