নবীগঞ্জ প্রতিনিধি ॥ শুক্রবার রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাúের একটি আভিযানিক দলের লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম সহ এসএমপির কোতয়ালী থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানে এসএমপির কোতয়ালী থানাধীন শেখঘাট এলাকা থেকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ২জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামী সিলেট কোতয়ালী থানার শেখঘাট শুভেচ্ছা-২৫০ নং বাসা থেকে মৃত হাজী মহিবুর রহমান এর পুত্র শামীম আহমেদ (৪২) ও শাহিনুর রহমান শাহীন (৪৫)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com