নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়ন পরিষদে এমপি মিলাদ গাজীর একান্ত প্রচেষ্টায় ১৯মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইউনিয় পরিষদ মাঠ প্রাঙ্গনে বয়স্ক, বিধাব, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা ২০৯ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদের একান্ত সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর থেকে নবীগঞ্জ-বাহুবলের জন্য বরাদ্দকৃত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ৬ হাজার জন থেকে নবীগঞ্জের বাউসা ইউনিয়নে ১ম ধাপে ১৮৩জন বয়স্ক, ১৩জন বিধবা, ১৩জন প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হয়েছে। এতে ১ম ধাপে এককালীন বয়স্ক ভাতা প্রতিজনে ১২ হাজার টাকা ও বিধবা প্রতিজনে ১২ হাজার টাকা ও প্রতিবন্ধী প্রতিজনে ১৭ হাজার টাকা করে ২০৯ জনের মধ্যে ২৭ লাখ ৬ হাজার ১১০ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বাউসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের নেতা এ.টি.এম রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু মিয়া, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, সোনালী ব্যংকের ও সমাজসেবা অফিসের প্রতিনিধি ইউনিয়ন সচিব ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com