চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া একতা ইসলামী যুব সংঘের উদ্যোগে গরীব অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সাম্রগী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় সাত্তালিয়া বাজারের মালেকা বানু মার্কেটের সামনে সাত্তালিয়া একতা ইসলামী যুব সংঘের সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক দুবাই প্রবাসী মো: শাহিন মিয়া নগদ ১০ হাজার টাকা ও দুবাই প্রবাসী জুয়েল মিয়ার নগদ ৫ হাজার টাকার সহ অবশিষ্ট যুব সংঘের অর্থায়নে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সাত্তালিয়া, গাতাবলা, কৃষ্ণপুর, হরিপুর, কাশীপুর, নোয়াপাড়া গ্রামের ২ শতাধিক অসহায় গরীব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাত্তালিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাও: লুৎফুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মাও: সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- কাওছার আহমদ, বাবুল মিয়া, এইচ.আর আফজাল, আবুল কালাম, আবু তাহের, সুহেব আহমদ, হাবিবুর রহমান, জুনায়েদ আহমদ, সামাজুল ইসলাম, তাইফুল ইসলাম লিটন, সাহিদুল আলম কামাল, কদ্দুস মিয়া, কাওছার মিয়া, কাওছার আহমদ, মখলিছুর রহমান, সোহানুর রহমান, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, নালমুখ সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও: বশির আহমদ, গাতাবলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী মহালদার। দোয়া ও মোনাজাত করেন সাত্তালিয়া জামে মসজিদের ইমাম মাও: লুৎফুর রহমান। ঈদ সামগ্রীর মধ্যে যা ছিল- ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১টি সাবান, ১ কেজি পেয়াজ। পরে উক্ত সংগঠনের উদ্যোগে সদস্যবৃন্দ ও সকল রোজাদারকে নিয়ে ইফতার মাহফিল করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com