স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া-সবিদপুর শিক্ষা কল্যাণ সতিমির প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ও তার পরিবারের উদ্যোগে আতুকুড়া-সুবিদপুর ও করিমনগরের দরিদ্র অসহায় ও কর্মহীন অর্ধশতাধিক পরিবারের মাঝে সামাজিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব নিয়ম মেনে গতকাল সকালে এসব খাদ্য সামগ্রীয় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল হক আখঞ্জী, ইউপি মেম্বার জালাল মিয়া আখঞ্জী এবং হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, তোফাজ্জল মিয়া প্রমূখ। এ সময় খাদ্য সামগ্রী গ্রহণ করে অনেকেই বলেন, সাংবাদিক ফেরদৌস করিম আখনজীর মরহুম পিতা আলহাজ্ব পন্ডিত অ্যাডভোকেট আব্দুল করিম আখঞ্জী নিজের জন্মভূমি আতুকুড়া, সুবিদপুর এবং নিজের প্রতিষ্ঠিত করিমনগর গ্রামকে নিজের সন্তানের মত ভালবাসতেন। এই ৩ টি গ্রামের মানুষকে নিজের পরিবারের মত আগলে রাখতেন মরহুম আব্দুল করিম আখনজী। জনপ্রতিনিধি না হয়েও তিনি এই ৩ টি গ্রামের আপদে বিপদে সব সময় এগিয়ে যেতেন। তারা জানান, উনার জীবদ্দশায় এই ৩ টি গ্রাম ছিল তার কাছে সব কিছুর উর্ধ্বে। করোনা ভাইরাসের মহামারীর সময় মরহুম অ্যাডভোকেট আব্দুল করিম আখঞ্জীর সন্তান হিসেবে সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ও তার বড় ভাই অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস নীরব বসে না থেকে ৩ টি গ্রামের দরিদ্র মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস করেন। সাংবাদিক ফেরদৌস করিম আখনজীর এই মহামারীর সময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।