চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমন থেকে বাচাঁর জন্য সকলকে ঘরে থাকা এবং যারা জরুরী প্রয়োজনে ঘর বের হবেন তারা সামাজিক দুরত্ব বজায় রাখার পরামর্শ দিলেন সেনাবাহিনী। এছাড়া কারো সর্দি জ্বর বা কাশি হলে তাদেরকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার পরামর্শ দেন সেনাসদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের মেজর আরিফুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা দেওরগাছ বাজার, চান্দপুর বাজার, আমুরোড, আসামপাড়া বাজারসহ বিভিন্ন গ্রামে গ্রামে এ প্রচারাভিযান চালান সেনাসদস্যরা। এসময় তাদের সাথে ছিলে চুনারুঘাট সহকারি কমিশনার মিল্টন পাল।
এসময় সেনাসদস্যরা মাইকে লোকজনকে নিরাপদ বা সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে পরামর্শ দেন। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে পরামর্শ দেন। প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মেনে চলারও আহবান জানান। এছাড়া সেনা সদস্যরা শহরের ফার্মেসী এবং কাচা বাজারের দোকানী ও ক্রেতাদের নিরাপদ দুরত্বে থেকে কেনা বেচার আহবান জানান।