হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক সফর করেছেন বাংলাদেশে অবস্থারত এমন বিদেশি নাগরিকদের ১৪ দিন সেল্ফ কোয়ারেন্টিন বা নিজে থেকে আলাদা বসবাস বাধ্যতামূলক করেছে সরকার। নোট ভারবাল পাঠিয়ে সরকারের ওই নির্দেশনা বাস্তবায়নে ঢাকাস্থ সব বিদেশি মিশনের সহায়তা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নোটে স্পষ্ট করে বলা হয়েছে বৈশ্বিক সঙ্কট করোনা ভাইরাস (কোভিড-১৯) দেশে দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। জনবহুল বাংলাদেশও এর ঝুঁকি থেকে মুক্ত নয়। এখানে এ পর্যন্ত ৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। বেশ ক’জন পর্যবেক্ষণে রয়েছেন। এ অবস্থায় বাংলাদেশে থাকা বিদেশি কিংবা জরুরি প্রয়োজন বা কেবলই ভ্রমণের উদ্দেশ্যে ঢাকায় আসা বিদেশি নাগরিক যারা উল্লেখিত ৪ দেশ সফর করেছেন কিংবা ভ্রমণকালে চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার কোন না কোন বিমানবন্দর ব্যবহার করেছেন, ট্রানজিটে সময় কাটিয়েছেন তাদের ঢাকা পৌঁছার দিন থেকে ১৪ দিন সেল্ফ কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময়ের মধ্যে তারা নিজেরাই নিজেদের শরীরে প্রতি খেয়াল রাখবেন অর্থাৎ সতর্কতার সাথে নিজেদের অবস্থা পর্যবেক্ষণ করবেন। ওই ১৪ দিনের মধ্যে অর্থাৎ ১৪তম দিনেও যদি কারও শরীরে জ্বর আসে এবং তা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে সঙ্গে হাঁচি-কাশি অথবা গলা ব্যথা বা শ্বাসকষ্ট কিংবা ডায়েরিয়া হয় তাহলে অবশ্যই তাকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ যোগাযোগ করতে হবে।