নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটি স্থগিত করা হয়েছে। বিএনপি নেতা ও নিজস্ব বলয়ের লোকজনকে নিয়ে কমিটি গঠনের অভিযোগ উঠায় স্থানীয় সংসদ সদস্য এ কমিটি স্থগিত করেন। গত ৮ মার্চ উক্ত ওয়ার্ডে সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীতা ঘোষণা করেন। কিন্তু তার আগেই সভাপতি তার পছন্দের লোক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাপ মিয়ার নাম ঘোষণা করেন। সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় পিন্টু দাসের। এই কমিটি ঘোষণার পর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ঘোষিত কমিটি বাতিল চেয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। গত সোমবার এ অভিযোগ দাখিল করা হয়। পরে এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে কথা বলে ঘোষিত কমিটি স্থগিত করার নির্দেশ দেন। পরবর্তীতে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমূখ।