চুনারুঘাটে বিষপানে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে ডলি আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী ভুলে ইদুরের ওষুধ খেয়ে মারা গেছে। সে ওই গ্রামের রফিক মিয়ার কন্যা। শুক্রবার রাতে ডলির মা ইদুর মারার জন্য ব্রেডের সাথে ইদুরের ওষুধ মিশিয়ে ঘরে ফেলে রাখেন। শনিবার সকলের অগোচরে ভুলবশত ডলি ব্রেড খেয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডলি মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই উৎসব রায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করেন। ডলি নয়াপাতারিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার দামুদারপুর গ্রামে মিতু সরকার (২৯) নামে এক যুবক বিষপানে মারা গেছে। সে ওই গ্রামের নিতাই চন্দ্র সরকারের পুত্র। গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই নাজমুল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।