স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সূত্র জানায়, সৈয়দাবাদ গ্রামের আয়ুব আলী, সাইফুল ইসলাম, রহমত আলী গংদের সাথে পাশর্^বর্তী বাড়ির কিতাব আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কিতাব আলীর ছেলে হিরাজ মিয়া বিরোধপূর্ণ রাস্তা দিয়ে ঢেউটিন বাড়িতে আনতে গেলে আইযূব আলী গং বাধা প্রদান করে। এ নিয়ে আয়ুব আলী ও হিরাজ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আইয়ুব আলী গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হিরা মিয়ার উপর হামলা করে। এ সময় তাকে পাশের পুকুরের কাদা মাটিতে ফেলে হত্যার চেষ্টা করে। এ খবর পেয়ে হিরাজ মিয়ার বাবা, আইয়ুব আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদের উপরও অতর্কিত হামলা চালানো হয়। এক পর্যায়ে আইয়ুব আলীর ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী আব্দুল মুহিত তারেক ট্রিপল নাইনে ফোন করলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় হিরাজ মিয়া (৪০) ও তার বোন রুনা আক্তারকে (১৯) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। এছাড়াও আহত হয়েছেন হিরাজ মিয়ার স্ত্রী পপি আক্তার (২৫), তার বাবা কিতাব আলী (৬০), মা রোকেয়া খাতুন (৫০), বোন শিরিন আক্তার (১৯) ও ভাগ্নে তানিম মিয়া (১৪)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি।