হবিগঞ্জে শহীদ মিনার নির্মাণে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ একদিনের বেতন প্রদান করবেন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে কর্মকর্তাদের একদিনের বেতন প্রদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তারসহ জেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ।
জেলা প্রশাসনের ফেসবুক আইডিতে মন্তব্য করা হয়- স্বাধীনতা পরবর্তী সময়েও হবিগঞ্জ জেলায় নির্মিত হয়নি কেন্দ্রীয় শহীদ মিনার। বাধ্য হয়ে জেলার সকল শ্রেণী-পেশার লোকজন বৃন্দাবন সরকারি কলেজ শহীদ মিনারে শহীদ দিবসে পুষ্পস্তবক অর্পণ করেন। স্থান সংকুলানের অভাবে প্রতিবছরই ফুল দিতে গিয়ে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, হবিগঞ্জে এখনও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়নি এটা দুঃখজনক। তাই আমরা চাই মুজিব বর্ষেই হবিগঞ্জে শহীদ মিনার নির্মাণ হবে। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে আমরা জেলা প্রশাসনের সকল কর্মকর্তা একদিনের বেতন প্রদান করব। উদ্যোগ গ্রহণ করা হলে টাকা কোনো সমস্যা হবে না।
তিনি জানান, সাংস্কৃতিক মন্ত্রণালয়, হবিগঞ্জ পৌরসভাসহ স্থানীয় সংসদ সদস্য শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা চাই আগামী ১৭ মার্চের আগেই নির্মাণ কাজ শুরু হোক। আজই আমরা নিমতলায় শহীদ মিনারের জন্য স্থান পরিদর্শন করেছি। আমরা চাই আগামী বছর কেন্দ্রীয় শহীদ মিনারে সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করবেন হবিগঞ্জবাসী।