নবীগঞ্জে মাতৃভাষা দিবসের সভায় এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানী সরকারের অধীনে কারাবরণ করেছিলেন। কিন্তু মাথানত করেননি। আজ তারই সুযোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। মুজিববর্ষ উপলক্ষে তিনি দেশে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা, শিল্পসহ বিভিন্ন স্তরে উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। তিনি শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদ সভাপতি মোঃ আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ডিজিএম আলীবর্দী খান সুজন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, আলী আমজাদ মিলন, পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, ফারজানা আক্তার পারুল, প্রধান শিক্ষক প্রজেশ রায়, শাহিনুর আক্তার পান্না, মতিতোষ দাশ প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম, গীতা পাঠ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। পরে চিত্রাকংন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।