বিশেষ প্রতিনিধি, ফ্রান্স থেকে ॥ ইউরোপের বাস্তবতা নিয়ে প্যারিসের শর্ট ফিল্ম নির্মাতা আহমেদ সুমনের আলোচিত ৩য় শর্ট ফিল্ম ‘বাতাসে লাশের গন্ধ’। গত ১৭ ডিসেম্বর এই শর্ট ফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মস্তোফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী নুসরাৎ ইমরোজ তিসা। প্রযোজক রাব্বানী খানের উপস্থাপনায় প্রিমিয়ার শো অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিসা, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক ফেরদৌস করিম আখঞ্জী, পরিচালক আহমেদ সুমন, ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান। স্টাড দু ফ্রান্স এলাকার অত্যাধুনিক গুমো সিনেমা হলটি ছিল বাংলাদেশী প্রবাসীদের উপস্থিতিতে পরিপূর্ণ। শর্ট ফিল্মটি দেখার সময় অনেকেই কেঁদে ফেলেন, অনেকের চোখ ভিজে যায় আবেগে। ইউরোপ আসার স্বপ্ন নিয়ে দেশের হাজারো যুবক জীবনের মায়া ত্যাগ করে ভয়ঙ্কর ভূমধ্য সাগর পাড়ি দেয়। ট্রলার ডুবে সলীল সমাধি ঘটে শত শত যুবকের। সেই সাথে উত্তাল সাগরে নিমজ্জিত হয় তাদের ইউরোপের স্বপ্ন। সাগরের তীরে ভেসে উঠে লাশ। এই সব ঘটনা প্রবাহ নিয়ে ফ্রঁসে আভেক রাব্বানীর প্রতিষ্ঠাতা রাব্বানী খান প্রযোজিত আহমেদ সুমনের চিত্রনাট্য এবং পরিচালনায় শর্ট ফিল্ম ‘বাতাসে লাশের গন্ধ’। এই শর্ট ফিল্মে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক নিউজ টুয়েন্টি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি এবং ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী।