মঈন উদ্দিন আহমেদ ॥ অমর একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে গেছে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শহীদ মিনার। গতরাত ১২টা ১ মিনিটে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃন্দাবন কলেজের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জের সর্বস্তরের মানুষ। এর পূর্বে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের সুরে মুখরিত হয়ে উঠে বৃন্দাবন কলেজ ক্যাম্পাস। শহরের প্রধান সড়ক দিয়ে জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে বৃন্দাবন কলেজে যান। রাত ১২টার পর পুষ্পস্তবক অর্পণের পূর্বে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি সকলকে শান্তি শৃৃঙ্খলা বজায় রেখে পুষ্পস্তবক অর্পনের আহ্বান জানান। ১২টা ১ মিনিটে পর্যায়ক্রমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুরু হয়। প্রথম দিকে পুস্পস্তবক অর্পণ করেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ। পরে পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলো ও সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ দলীয় নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে হবিগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই পুস্পস্তবক অর্পণ করে।