মো. মামুন চৌধুরী ॥ ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন পরিচালিত অভিযানে ৪৩ লাখ ১৯ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, ফুসকা ও বাংলাদেশী রাবার এবং কয়েল। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এর আগে ৮ ও ৯ নভেম্বর পৃথক অভিযানে ওই চোরাচালানী পণ্যগুলো জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানী পণ্য বিভিন্ন এলাকায় পাচার হতে পারে। এ সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সন্দেহজনক একটি বালুর ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হয়। ট্রাকটিকে থামার সংকেত দিলে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা বালুর ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমমেটিকস জব্দ করা হয়। যার মূল্য ৩৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
এছাড়া ৮ নভেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করে। যার মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা।
অপর দুটি পৃথক অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, ১টি মোটর সাইকেল এবং ৩টি বাইসাইকেল জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্তে পাহারা নয়, জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ চোরাচালান ও অবৈধ কর্মকান্ডের খবর পেলে দেরি না করে বিজিবিকে জানানোর অনুরোধ জানান তিনি।