ধুমাপানমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহবান জেলা প্রশাসকের
‘একটি ছবি অনেক কথা বলে। হবিগঞ্জ পৌরসভার চিত্রাংকন প্রতিযোগিতায় ধুমপান ও তামকজাত দ্রব্যের ক্ষতিকারক দিক উঠে এসেছে। শিশুদের মাঝে পৌরসভা মাদক বিরোধী যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে তার একটি ইতিবাচক প্রভাব রয়েছে। শিশুরা তাদের পরিবারে ধুমপায়ীদের নিরুৎসাহিত করবে। ফলে ধুমপান বিরোধী যে অভিযান সেটি সফল করা সম্ভব হবে।’ হবিগঞ্জ পৌরসভার চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে ধুমপানের প্রবণতা কমছে। আমাদের চেষ্টা থাকবে আমারা যাতে ধুমপানমুক্ত বাংলাদেশ গড়ে তোলতে পারি।’ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জ পৌরসভার ধুমপান ও তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ রত্মদীপ বিশ^াস ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। ৩টি গ্রুপে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের সাথে তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর সুরবিতান ললিতকলা একাডেমীতে ধুমপান ও তামাক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। ওই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় সোমবারের অনুষ্ঠানে।