
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে চাঞ্চল্যকর রফিক মিয়া হত্যা মামলার প্রধান আসামি লোকড়া ইউনিয়নের চেয়ারম্যান কায়সার রহমান (৪০) এর বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে চার্জশীট গৃহিত হয়। কায়সার রহমান বামকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, ২০২৪ সালের ৬ মার্চ হযরত শাহ নুর জামাল শাহ ওরসের নাগরদোলায় চড়াকে কেন্দ্র করে বাদী সাকিব মিয়ার সাথে আসামি মোশারফের ঝগড়া হয়। বাদীর পিতা হাজী রফিক মিয়া ওই বিষয়ে বিচারপ্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে আসামিরা লোকড়া ইউপি চেয়ারম্যান কায়সার রহমানের নেতৃত্বে ৭ মার্চ সকালে বামকান্দি বাজারের উত্তর পাশে হাজি রফিক মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবণতি হওয়ায় দ্রুত তাকে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রফিক মিয়া মারা যান। এ ঘটনায় সাকিব মিয়া বাদী হয়ে কায়সার রহমানকে প্রধান আসামি করে তার ভাই আসাদুজ্জামান, নওসাদ মিয়া, কদ্দুছ মিয়া, ফারুক মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া, আনছব মিয়ার ছেলে আশিকুর রহমান, ছালেক মিয়া, মোশারফ মিয়া, ফারুক মিয়া, জাফরীন বেগম পারভিন, শারফিন বেগম ও সমরাজ বেগমকে আসামি করে মামলা করেন।