
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে এবং মূখ্য কর্মকর্তা এম আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান, ওসি মোহাম্মদ সহিদ-উল্যা, শিক্ষা কর্মকতা এস.এম জাকিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক কাউন্সিল গোলাপ খান, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, মোবারক উল্লা, লাল মিয়া প্রমূখ। সভায় মাধবপুর পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে পরিকল্পিত ভাবে নগরায়নের মাধ্যমে পৌর সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com