
আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচংয়ের কৃতিসন্তান, খ্যাতনামা চিকিৎসক প্রফেসর ডা. আজিজুল রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাত সাড়ে ১১ টায় তিনি ইন্তেকাল করেন।
১৯৪০ সালে বানিয়াচং উপজেলার শরীফখানী গ্রামে জন্ম নেওয়া এই আলোকিত মানুষটি সারাজীবন চিকিৎসা সেবাকে জীবনযুদ্ধের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন। ১৯৬৩ সালে এলএমএফ, ১৯৬৫ সালে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৭৮ সালে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। সিলেট মেডিকেল কলেজে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু হয় তাঁর। সততা, নিষ্ঠা ও মমতার ছোঁয়ায় তিনি দ্রুতই সবার শ্রদ্ধা অর্জন করেন। পরবর্তীতে সহযোগী অধ্যাপক (মেডিসিন) হিসেবে দায়িত্ব পালন করেন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবেও তাঁর জ্ঞানের আলো ছড়িয়ে দেন। অসংখ্য রোগীর মুখে হাসি ফোটানো, সহকর্মীদের অনুপ্রেরণা দেওয়া এবং ছাত্রদের আদর্শ হিসেবে গড়ে তোলা- এভাবেই তিনি বেঁচে ছিলেন মানুষের হৃদয়ে। তার বিনয়, নম্রতা ও মানবিকতার ছোঁয়া যে কারও মন ছুঁয়ে যেতো।