বাহুবল প্রতিনিধি || বাহুবল উপজেলার গুরুত্বপূর্ণ করাঙ্গী নদীর তীরে নির্মিত এলজিইডির একটি সড়ক ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। বাহুবল বাজার থেকে পূর্ব বাহুবলমুখী এই সড়কটির একাংশ ভেঙে পড়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ৮-১০টি গ্রামের হাজারো মানুষ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
প্রতিদিন ওই সড়ক দিয়ে ইছাকপুর, জয়নাবাদ, মৌড়ী, পুরাতন মৌড়ী, রামপুর, টিলাবাড়ী, ফয়জাবাদসহ একাধিক গ্রামের প্রায় ৮-১০ হাজার মানুষ যাতায়াত করে থাকেন। পাশাপাশি শত শত সিএনজি অটোরিকশা ও ছোট যানবাহন এই পথে চলাচল করে। ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় রাস্তার একটি বড় অংশ ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা বহু বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এখন রাস্তার একপাশ নদীতে ধ্বসে পড়েছে। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে সিএনজি ও মোটরসাইকেলে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সংস্কার না করলে পুরো রাস্তা নদীতে চলে যাবে।’
গৃহিণী রহিমা খাতুন বলেন, ‘বাজারে যাওয়া, স্কুল-কলেজে যাওয়া, হাসপাতালে রোগী নেওয়া সব কিছুতেই এই রাস্তা আমাদের ভরসা। কিন্তু এখন রাস্তাটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে। রাতের বেলা চলাচল করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
সিএনজি চালক মনির মিয়া বলেন, ‘আমাদের জীবিকা এই রাস্তার ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার অবস্থার কারণে এখন যাত্রীরা ঝুঁকি নিতে চায় না। আমরা জীবনের ঝুঁকি নিয়েই গাড়ি চালাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো রাস্তা একেবারেই বন্ধ হয়ে যাবে।’
এ ব্যাপারে বাহুবল উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাব-ইঞ্জিনিয়ার পাঠিয়ে বিষয়টি দেখতেছি।’
এলাকাবাসীর দাবি, অবিলম্বে করাঙ্গী নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক সংস্কার করা জরুরি। না হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়বে, পাশাপাশি শিক্ষার্থী ও রোগী পরিবহনেও মারাত্মক সংকট দেখা দেবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com