আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা ২৩ বছর বয়সী এক বেওয়ারিশ পুরুষ এর লাশ দাফন করেছে। গতকাল জানাজার নামাজ শেষে মরদেহ শহরের রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, আব্দুস শহীদ, জামাল মিয়া ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর নোয়াপাড়া-মনতলা সেকশনের রেলওয়ে কিঃমিঃ ২৩৮/৪-৫ এর মধ্যে রেললাইনের উপর ২৩ বছর বয়সী এক অজ্ঞাতনামা মুসলিম পুরুষ চট্টগ্রাম হতে ছেড়ে আসা সিলেটগামী ৭১৯নং আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে পুলিশ। বিজ্ঞপ্তি