নবীগঞ্জ পৌরসভার পৌর কর সেবা সপ্তাহের ৫ম দিন অতিবাহিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রুহুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৫০ হাজার টাকা বা তার চেয়ে বেশি করদাতাগণকে পৌরসভার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ৫ম দিনের সর্বোচ্চ করদাতা নবীগঞ্জ উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন পরিষদের পক্ষ থেকে ২ লাখ ২৩ হাজার ৯১৬ টাকা প্রদান করেন। এছাড়াও ৫ম দিনের উল্লেখযোগ্য করদাতা নবীগঞ্জ থানা, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ তাহসিন প্লাজার সত্ত্বাধিকারী প্রফেসর আব্দুল হান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী শহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও পৌরকরদাতাগণ।
সভাপতির বক্তৃতায় পৌরসভার প্রশাসক মোঃ রুহুল আমিন প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে পৌর নাগরিকদের পৌর কর প্রদান করতে আহ্বান জানান।
প্রসঙ্গত, পৌর নাগরিকদের সুবিধার্থে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পৌরকর সেবা সপ্তাহ চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com