স্টাফ রিপোটার, মাধবপুর থেকে ||হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রাম থেকে আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ ও আব্দুল করিম এর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় করিমের দেহ ঝুলে থাকতে দেখা যায়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com