স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোড এলাকার মেমোরি কম্পিউটারের দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারের তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।
দোকান মালিক সুমন গোপ জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সকালে এসে দেখেন তার দোকানের সার্টার খোলা এবং তালা ভাঙ্গা। দোকানের জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com