
রাজবাড়ী জেলার গোয়ালন্দ পাক দরবারে উগ্র মৌলবাদী গোষ্ঠীর বর্বরোচিত হামলা, সূফি সাধক নুরা পাগলা উরফে মোঃ নুরুল হক ফকিরের দাফনকৃত লাশ কবর থেকে তুলে পুড়ানো এবং দেশব্যাপী বিভিন্ন দরগাহ-মাজার শরীফে হামলা, ভাংচুর, লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ দরগাহ-মাজার ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক, মুড়ারবন্দ দরবার শরীফের সাজ্জাদানশিন ও খাদেমুল কওম সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী। স্বাগত বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব লিটন শাহ্। মানববন্ধন কর্মসূচি যৌথভাবে পরিচালনা করেন এস. এম. ফরহাদ আহমেদ চৌধুরী এবং মাওলানা একেএম নঈমী। বক্তব্য রাখেন রিচি মেহেরাবাদ দরবার শরীফের পীর সৈয়দ শামছুদ্দীন ইমরান, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়ব মোজাহিদী, মাওলানা রুকন উদ্দিন আশরাফী, মুরারবন্দ দরবারের খাদেম সৈয়দ ইউনুস আহমেদ, হযরত শাহ্ সোলেমান ফতেহ গাজী (র:) এঁর মাজার শরীফের খাদেম হাবিবুর রহমান আলমগীর শাহ্, হিয়ালা দরবার শরীফের পীর সৈয়দ মাসুদুল হোসাইন, পৈল দরবার শরীফের খাদেম সৈয়দ আমিন, বানিয়াচং উপজেলার বিথঙ্গল দারুস সালাম দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মদ সামছুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আজিজুর রহমান, শাহ্ মোঃ আব্দুল কাইয়ুম মাইজভান্ডারী, কন্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, মিজানুর রহমান মিজান, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাবেক ইউপি চেয়ারম্যান এ.আর. নুরুল ইসলাম ফটিক, মাসুক আহমদ, সৈয়দ মাছুম হাছান, গাজী শানু, শাহ্ মোস্তাক আহমেদ, শওকত আলী, আজিজুর রহমান, শরীফ উদ্দিন, শিরু মিয়া, আহমদ চিশতি, শিমু শাহ, বোরহান উদ্দিন, আব্দুল কাইয়ুম, তৈয়ব আলী, হেলাল উদ্দিন, জি কে ঝলক, কালু শাহ্ ফকির প্রমূখ।
মানববন্ধনে উগ্র মৌলবাদী গোষ্ঠীকে দমন, মাজার শরীফ ও সূফিবাদীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল বর্বরোচিত পৈশাচিক হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ হবিগঞ্জের জেলা প্রশাসক ডঃ মোঃ ফরিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।