লিটন পাঠান, মাধবপুর থেকে || মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা শরীফের উদ্যোগে জশনে জুলুস, র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম এর সভাপতিত্বে কাশিমনগর বাজার থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুক, বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, মোঃ লিটন পাঠান, মোঃ হামিদুর রহমান সহ স্থানীয় আশেকান ও ভক্তবৃন্দ। র‌্যালি শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।