শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমি’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে নাজমুল হোসেনকে ক্রিকেট একাডেমি’র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
শায়েস্তাগঞ্জ ক্রিকেট একাডেমির মাধ্যমে ভবিষ্যতে ভালো মানের খেলোয়াড় তৈরী হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন নাজমুল হোসেন। একাডেমির প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শুধু খেলাধূলা করলেই ভালো মানের খেলোয়াড় হওয়া যায় না। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে, নিয়মিত প্র্যাক্টিসে যেতে হবে। আমি মাঝে মধ্যে মাঠে উপস্থিত থেকে প্র্যাক্টিস করাবো।
একাডেমির সভাপতি আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শামছুল আলম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান প্রমূখ।
বক্তাগণ বলেন, নাজমুল হোসেনের হাত ধরেই এই একাডেমি থেকে একদিন জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com