স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের হাট-বাজারে সবজি সহ নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। রবিবার (৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এতে দিশেহারা নি¤œ আয়ের মানুষ।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, ঝিঙ্গা ৮০-১০০, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। বরবটি ১০০, ভারতীয় টমেটো ১৫০, করলা ৮০ থেকে ১০০ ও সিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কাঁচা মরিচের। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও বাজারে এর প্রভাব নেই। দেশি পেঁয়াজ এখনও কেজিপ্রতি ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ টাকা, সোনালি ২৮০-৩০০, কক ৩১০ এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬শ’ টাকা কেজি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com