
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ গ্রাম পিয়াইমে চার বছর আগে প্রতিষ্ঠিত হয় পিয়াইম গণপাঠাগার। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় পাঠাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। পাঠাগারের সভাপতি মিজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুভাষ চন্দ্র দেব। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন। বিশেষ অতিথি ছিলেন ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, শব্দকথা প্রকাশনার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, সাংবাদিক জামাল মো: আবু নাসের। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: আবু তাহের।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অস্ট্রেলিয়া থেকে যুক্ত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রদীপ রায়হান।