
চুনারুঘাট প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ বনায়ন রেঞ্জ পুলিশ ফাঁড়ির মাধ্যমে চুনারুঘাট উপজেলার রাইছ মিল নামক স্থানে গাছ কাটা অবস্থায় এক গাছ চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় চুনারুঘাট উপজেলার রাইস মিল নামক স্থানে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে একদল সদস্য টহল দেয়ার সময় গাছ কাটা অবস্থায় মোহাম্মদ মিনহাজ আলী মীর (৪০) নামে এক চোরকে হাতে নাতে আটক করেন। আটক মিনহাজ আলী মীর উপজেলার পশ্চিম বড়াইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। আটকের পর তার কাছ থেকে ১টি কুড়াল, ১টি দা ও ১টি রশি জব্দ করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে ১৯২৭ সনের বন আইন সংশোধিত ২০০০ এর ৩৩ এর “ছ” ধারায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com