হবিগঞ্জ শহরের রাজনগরে বারী ফাউন্ডেশনের উদ্যোগে ‘মানবসেবার অগ্রদূত ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেশায় তরুণ আগ্রহীদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা সভা এবং রাজনগর এলাকার গর্বিত চিকিৎসকবৃন্দকে সম্মাননা প্রদান।
অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ আহমদুল বারী চৌধুরী। মেকিকেল ক্যাম্পটি ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বারী ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আতিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল বারী চৌধুরী মুবিন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, ডা: মো: শহিদুল ইসলাম ও প্রবাসী সমাজসেবক আরিফুর রহমান আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য ও সাবেক কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমেদ টিটু এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল বারী চৌধুরী। বিজ্ঞপ্তি