লজ্জায় আত্মহননের চেষ্টা
স্টাফ রিপোর্টার ।। নবীগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে এক সন্তানের জননীকে ধর্ষণ করেছে লম্পট ভাসুর। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। পুলিশ লম্পট ভাসুর সাধন দাশের পুত্র রিপন দাশকে (৪০) আটক করেছে। এদিকে লজ্জায় ওই নারী আত্মহননের চেষ্টা করেছেন বলে জানা গেছে। অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাত ৯টায় হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নির্যাতিতা গৃহবধূ হাসপাতালের মেঝেতে শুয়ে আছেন। তার ২ বছরের শিশু মায়ের পাশে বসে আছে।
পুলিশ জানায়, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে অন্যত্র ঠিকাদারের কাজ করেন। বাড়িতে একা থাকেন ওই নারী। এ সুযোগে রবিবার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একমাত্র কন্যাকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে লম্পট ভাসুর। কাউকে বিষয়টি না বলার জন্য সে ওই নারীকে হুমকি দেয়। পরে স্বামী বাড়ি এলে তাকে বিষয়টি জানান নির্যাতিতা নারী। স্বামী বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ বিকেলে অভিযান চালিয়ে রিপন দাশকে আটক করে থানায় নিয়ে আসে। রিপন দাশ ঘটনার সত্যতা শিকার করেছে বলে জানা গেছে।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় ভিকটিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে রিপন দাশকে আটক করা হয়েছে।