
সুমন আহমেদ বিজয় || লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আলোচিত খুনের মামলার আসামী আউয়ালকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, লাখাই থানার ওসি মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় রবিবার ভোরে এসআই আক্তারুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা লালবাগ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মুড়িয়াউক গ্রামের মিয়া হোসেনের ছেলে মোঃ আউয়াল মিয়াকে (৫২) গ্রেফতার করে।
লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে রবিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com