
নিজস্ব প্রতিনিধি ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন সুদখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাঞ্জ-লাখাই) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য এবং হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন- দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ট্রাক মার্কার বিকল্প নেই। তাই গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মিলনায়তনে সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌধুরী আশরাফুল বারী নোমান আরো বলেন- বিগত সরকারের আমলে উন্নয়নের নামে হয়েছে শুধু লুটপাট। যে দিকে তাকাই শুধু ভাঙা রাস্তাঘাট। কোথাও ভালো মানের কাজ হয়নি। হবিগঞ্জ-৩ আসনকে নতুন করে সাজাতে হবে। হবিগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজু ইসলাম, সহ-সভাপতি মানিক মিয়া মেম্বার, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক হৃদয়, জেলা মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউর রাসেল, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি জুনায়েদ মিয়া, হবিগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক এমরান মিয়া, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলা সদস্য বাবুল মিয়া, রফিক মিয়া, আজাদ মিয়া, নিজামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলার আইন বিষয়ক সম্পাদক মর্তুজ আলী, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, গোপায়া ইউনিয়ন সভাপতি ফিরোজ আলী, নিজামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল হান্নান, সদর উপজেলার সাংস্কৃতিক সম্পাদক অনুকূল সরকার, সদস্য জাহির মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রমূখ। শেষে জুলাই আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত